Skip to main content

11.যে কারণে মেয়েরা আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে


কথায় বলে না, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, ঠিক তেমনি গার্লফ্রেন্ড অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন কেন কঠিন? আসুন জেনে নিই কারণগুলি প্রথম প্রশ্ন, আপনি কি ভালো? আপনার প্রেমিকার জন্য আপনি কি পারফেক্ট? তার মন বুঝে চলার ক্ষমতা কি আপনার আছে? কী কী ঘাটতি আছে আপনার মধ্যে, যার জন্য মেয়েদের সাথে আপনার সম্পর্ক বেশি দূর যাওয়ার বদলে ছিটকে পড়ে? এসব কি একবারও ভেবে দেখেছেন?

ছেলেদের যে ৬টি সাধারণ ভুলের কারণে মেয়েরা আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে সে বিষয়গুলি আপনাদের জন্য তুলে ধরলাম

 

.সহজে বেজায় খুশি

সম্পর্কের শুরুতেই আপনি যদি প্রেমিকার খুঁটিনাটি বিষয় নিয়ে অতিরিক্ত ঘাঁটাঘাটি করেন তবে সে তা খারাপ দৃষ্টিতে দেখবে মনে রাখবেন, প্রেমিকা কিন্তু বিয়ে করা বৌ নয়! ছাড়া প্রেমিকার যে-কোন কথা যদি আপনি অক্ষরে অক্ষরে মেনে নেন বা প্রেমিকা যা বলে তা করতে সবসময়র প্রস্তুত থাকেন তবে আপনাকে নিয়ে মেয়েটি অবশ্যইদ্বিধায় ভুগবে, মনে করবে আপনার ব্যক্তিত্ব নেই! প্রেমিকার আবদার যুক্তিসঙ্গত হলেই কেবল মেনে নিন, নতুবা নয়!


.খুব শিগগিরই বেশি অধিকার খাটানো

যদি আপনাদের সম্পর্ক খুব অল্পদিনের হয় তবে এমন হতে পারে যে, আপনার প্রেমিকা তার আত্মীয়স্বজন বা বন্ধুদের সাথে ঘুরতে গেছে, ফলে আপনার সাথে দেখা করতে একটু দেরি হলো, এমন অবস্থায় আপনি যদি অত্যধিক উতলা হয়ে ওঠেন, তাকে বার বার ফোন করেন, এসএমএস বা ফেসবুকে ম্যাসেজে নক করেন তবে আপনার প্রেমিকা স্বভাবিকভাবে বিব্রত বোধ করবে কারণ আপনাদের  সম্পর্ক বেশি দিনের নয়!

 

. আপনি জানেন বিষয়টি কেমন

যদি এমন হয় যে, আপনার প্রেমিকা তার বান্ধবী বা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে কিন্তু এই আড্ডার - ঘণ্টার ভেতর আপনি আপনার প্রেমিকাকে একবারও ফোনে কল বা ম্যাসেজ দিয়ে মনে করলেন না আপনি বাসায় টিভি বা ফেসবুকে সময় কাটালেন, তাহলে আপনার প্রেমিকা সেটা ভালোভাবে নেবে না তাকে স্বাধীনতা দিন কিন্তু তার মানে এই নয় যে, তার প্রতি আপনি পুুরোপুরি উদাসীন হয়ে যাবেন স্বাধীনতা দিন এবং যত্নও নিন, দেখবেন একসময় সে আপনাকে ছাড়া চলবেই না

 

. মানিব্যাগ বের করাই সমাধান নয়!

রেস্টুরেন্টে একসাথে খেতে গেলেই আপনি দামি খাবার ছাড়া অর্ডার দেন না খরচের মুহূর্তে নিজের পকেট থেকে মানিব্যাগটা সবসময়ই বের করেন ধরনের স্বভাব বেশ অস্বস্তিকর মেয়েদের জন্য বরং অন্য কোনো সাধারণ খাবার খেতে যান তাকে সাথে করে আবার সে বিল দিতে চাইলে তাকে দিতে দিন এতে মেয়েটির ভাল লাগবে অন্যদিকে, প্রতিবার বিলের ঝক্কি প্রেমিকার ঘাড়ে চাপানোও ভালো নয় এতে আপনার সাথে মেয়েটি কোনো ভবিষ্যৎ দেখতে পাবে না

 

.অতীত প্রেম নিয়ে টানাটানি

বর্তমান যুগে সবারই এক বা একাধিক প্রেম হতে পারে তাই আপনার পার্টনারেরও সাবেক প্রেম থাকতে পারে অথবা আপনারও অতীত প্রেম থাকতে পারে সে বিষয়টি নিয়ে বেশি টানা-হেঁছড়া করতে যাবেন না প্লিজ! ভুলেও

 সাথে সাবেক প্রেম নিয়ে বেশি আলোচনা করবেন না কারণ এতে করে আপনার সম্বন্ধে তার একটা খারাপ ধারণা জন্ম নিতে পারে

 

.শারীরিক সম্পর্ক স্থাপনে পীড়াপীড়ি করা

হুটহাট শারীরিক সম্পর্কে জড়াতে চাইবেন না এটা আপনার প্রেমিকার কাছে স্বাভাবিক নাও লাগতে পারে মেয়েরা সম্পর্ক অনেকদূর নিয়ে যেতে চায় সুতরাং সেই সম্পর্ক অনেকদূর যাওয়ার সম্ভাবনা থাকলে সে নিজেই আপনাকে সাড়া দেবে তাই তাকে সময় দিন, দেখবেন সে নিজেই সবকিছু আপনার জন্য উন্মুক্ত করে দেবে

Comments