Skip to main content

24.যৌনতা নিয়ে চিন্তা


আজকাল ইন্টারনেটে, ফেসবুকে নানা প্রকার অশ্লীল বা চিত্তাকর্ষক যৌন-বিজ্ঞাপনের মাধ্যমে - পুরুষাঙ্গ বড় করা কিংবা মিলনে সময় বৃদ্ধি করার লোভ দেখানো হচ্ছে এমন লোভ দেখিয়ে মারাত্মক ক্ষতিকর ওষুধ বিক্রির মাধ্যমে কিছু প্রতারক তরুণদের যৌনবিকৃতি এবং দিন দিন যৌনক্ষমতায় পুরোপুরি অক্ষম করে তুলছে

মনে রাখবেন, এই সকল যৌন-উত্তেজক ওষুধ পুরুষদের যৌনক্ষমতা বৃদ্ধিতে কোনো ভূমিকাই পালন করে না কিছু সময়ের জন্য কেবল (হয়তো) উত্তেজনা সৃষ্টি করে কিন্তু এসব আপনার মধ্যে একপ্রকার যৌনবিকৃতি সৃষ্টি করবে এবং একসময় আপনাকে যৌনক্ষমতায় পুরোপুরি অক্ষম করে তুলবে

তাই সাবধান!!! ইন্টারনেটে, ফেসবুকে যৌনরোগের (পুরুষাঙ্গ বড় করা, মিলনে সময় বৃদ্ধি করা ইত্যাদি হাস্যকর বিজ্ঞাপন) নাম করে বিজ্ঞাপন দেওয়া এসব প্রতারকদের পাল্লায় পড়বেন তো ধ্বংস হয়ে যাবেন খুব অল্প বয়সেই আপনি আপনার যৌবন হারাবেন একটি কথা মনে রাখবেন, ন্যাচারাল পুরুষাঙ্গ কখনোই বড় করা যায় না যারা এই সকল বিজ্ঞাপন দেয় তারা আপনার দুর্বল মানসিক অবস্থার সুযোগ নিয়ে আপনার সাথে প্রতারণা করছে মাত্র অথচ পুরো ক্ষতিটা আপনারই হচ্ছে তাই যে সকল প্রতারক সরলমনা তরুণদের লোভ দেখিয়ে বিভ্রান্ত করছে এবং তাদের ক্ষতি করে যাচ্ছে তাদের কাছ থেকে এখনই সাবধান হোন

হারবাল, কবিরাজি, ইউনানী, ন্যাচারাল ইত্যাদির নাম দিয়ে যারাই আপনাকে যৌন-উত্তেজক ওষুধ খাওয়ার কথা বলবে, মনে রাখবেন আপনি প্রতারিত হচ্ছেন আজকাল হারবাল, কবিরাজি, ইউনানী, ন্যাচারাল - এই শব্দগুলি যৌন-উত্তেজক ওষুধ বিক্রি করার ক্ষেত্রে একটি অত্যন্ত সুন্দর কৌশল হয়ে দাঁড়িয়েছে অথচ তাৎক্ষণিক রেজাল্ট দেখানোর জন্য আজকাল এসব উত্তেজক ওষুধগুলির অধিকাংশতেই মাদক মেশানো হয় যা কিছু সময়ের জন্য দ্রুত উত্তেজনার সৃষ্টি করে থাকলেও থাকতে পারে কিন্তু এর সুদূরপ্রসারী ফলা অনেক ভয়ানক এক সময় আপনি দুরারোগ্য সব রোগে আক্রান্ত হবেন যা আপনার মৃত্যু ডেকে আনার জন্য যথেষ্ট

মনে রাখবেন, যৌনশক্তি বৃদ্ধির জন্য কোনো প্রকার ওষুধ খাওয়ার প্রয়োজন নেই একবার চিন্তা করুন, ছোট থেকে আপনি যৌবনে পদার্পণ করলেন, কিন্তু কোনো সময় এসব ওষুধ খাওয়ার দরকার পড়ে নাই, আর তখন আপনার যৌনশক্তি ঠিকই ছিল, অথচ এসব প্রতারকদের বিজ্ঞাপন দেখেই আপনার যৌনশক্তির ওষুধ খেতে মন চাইল কিন্তু কেন? বিবেককে প্রশ্ন করুন এবং সাবধান হোন!

তবে এটা ঠিক, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যাপ্ত স্বাস্থ্য সচেতনতার অভাবে মানুষের শরীরে নানা প্রকার রোগ বাসা বাঁধতে থাকে এবং তার সাথে সাথে মানুষের জীবনীশক্তিও কমতে থাকে যা মানুষকে যৌনতায় দুর্বল করে তোলে কিন্তু এর জন্য যদি আপনি যৌন-উত্তেজক ওষুধ খেতে থাকেন তাহলে আপনি আরও মরলেন এটা আদৌ দরকার নেই মনে রাখবেন, যৌনশক্তিটাও আপনার শরীরেরই একটি অংশ তাই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার শারীরিক ফিটনেস ঠিক আছে কি-না? নিয়মতান্ত্রিক জীবনযাপন করেন কি-না? সারাদিন কাজ করে শরীরের যে পরিমাণ ক্ষয় করেন সেই পরিমাণ শক্তিপূরণের জন্য পর্যাপ্ত সুষম খাদ্যগ্রহণ করেন কি-না

আপনি যদি নিয়মিত হাঁটেন এবং শরীরে কোনো প্রকার রোগকে বাসা বাঁধতে না দেন, নিয়মিত দুধ, ডিম, মধু এবং অন্যান্য পুষ্টিকর খাদ্যগ্রহণ করেন, তাহলে মনে রাখবেন আপনি কখনোই যৌন দুর্বলতায় ভুগবেন না এটা প্রমাণিত সত্য এবং বাস্তব কথা

সবশেষে একটি কথা, যৌনতা নিয়ে এতো চিন্তা করার দরকার নেই আপনি আপনার কাজেকর্মে মনোযোগী হোন আপনার যৌনসংক্রান্ত কোনো প্রকার সমস্যা হলে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন কিন্তু বিজ্ঞাপন দেখে লোভে পড়ে নিজে নিজে যৌন-উত্তেজক ওষুধ কিনে খেয়ে খেয়ে আপনার যৌনজীবনকে বিপর্যস্ত করে তুলবেন না কারণ এগুলি খেতে থাকলে কিডনি, লিভার ইত্যাদি বিকল হতে থাকবে এবং একসময় তা আপনার মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে!

Comments