পুরুষ প্রাণী, যে নিজের শরীরে সন্তান ধারণ করে না কিন্তু স্ত্রী শরীরে যৌনসঙ্গমের দ্বারা শুক্রাণু বা স্পার্ম প্রবেশ করিয়ে সন্তান উৎপাদন করে। পুরুষ যৌনাঙ্গের মধ্যে কয়েকটি অংশ দেহের বাইরে থাকে এবং কয়েকটি অংশ দেহের ভেতরে থাকে যা বাইরে থেকে দেখা যায় না।
পুরুষাঙ্গের নিচে একটি ঝুলন্ত থলি আছে, যা অণ্ডকোষের থলি নামে পরিচিত। এ থলির ভিতরে দুটো গোলাকার অণ্ডকোষ থাকে। একটি ছেলে যখন বড় হয় তখন এ অণ্ডকোষ থেকেই শুক্রাণু তৈরি হয়। এই শুক্রাণু যৌনমিলনের মাধ্যমে মেয়েদের ডিম্বাণুর সাথে মিলিত হয়ে ভ্রণ সৃষ্টি করে।
অণ্ডকোষে শুক্রাণু তৈরি হবার পর শক্রবাহী নালী দিয়ে বের হয়ে এ শুক্রাণু বীর্যের সাথে মিলিত হয়। পুরুষদের দেহের তলপেটের নিচে দুটি বীর্যথলি আছে যা থেকে এক ধরনের রস তৈরি হয়। এ রসই বীর্য বা সিমেন নামে পরিচিত। পুরুষদের যৌন উত্তেজনা তৈরি হলে পুরুষাঙ্গের মাধ্যমে এ বীর্য নিঃসৃত হয়। বীর্য এবং মূত্র একই পথে বের হলেও একসাথে বের হয় না।
পুরুষাঙ্গ মূত্র ও যৌনমিলন উভয়কাজেই ব্যবহৃত হয়। এর আকার বা আকৃতি সকল পুরুষের ক্ষেত্রে একরকম হয় না। স্বাভাবিক অবস্থায় পুরুষাঙ্গ তুলতুলে নরম থাকলেও এটি উত্তেজিত হলে শক্ত এবং বড় হয়ে লৌহদণ্ডের আকার ধারণ করে।
আসুন জেনে নিই পুরুষাঙ্গ সম্পর্কিত কিছু তথ্য-
১. উত্তেজিত অবস্থায় পেনিসের গড় দৈর্ঘ্য হয়ে থাকে ৫.১-৫.৯ ইঞ্চি। আফ্রিকান পুরুষদের পেনিস তুলনামূলক বড়।
২. বড় পেনিস মানেই বেশি মজা, কথাটা ঠিক নয়। আপনার ডিউরেশন কত সেটাই আসল আপনার সঙ্গিনীর কাছে। তবে যৌনমিলনের স্বাভাবিক সময়সীমা (নারীর যৌনাঙ্গে প্রবেশের পর থেকে) সাধারণত 24 থেকে 30 মিনিট।
৩. পেনিস কখনই একেবারে সোজা হয় না। একটু বাঁকা থাকেই। এ নিয়ে কখনওই ঘাবড়াবেন না।
৪. পেনিসের গোঁড়া চিকন আগা মোটা এটা কোন সমস্যা নয়। এমনটা অনেক পুরুষেরই রয়েছে।
৫. কোনো ধরনের যাদুকরী তেল বা মালিশ পেনিস তেমন বড় করতে সক্ষম নয়। এগুলি পুরোই ভুয়া!
৬. একটা মেয়েকে অরগাজম দিতে আপনার মাত্র 5 ইঞ্চি লম্বা পেনিসই পুরোপুরি যথেষ্ট!
৭. আপনি হয়তো জানেন না, বেশি বড় পেনিস হলে মেয়েরা মজা পাওয়ার বদলে উল্টো ব্যথা পায়! এমনকি সেটা যৌন-আতঙ্কেও রূপ নিতে পারে।
৮. ক্ষুদ্র পেনিস বলতে আসলে 4 ইঞ্চির চেয়ে ছোট পেনিস বুঝায়।
৯. গোঁড়া চিকন আগা মোটা বা বাঁকা পেনিস যৌনমিলনে কোনো সমস্যার সৃষ্টি করে না!
১০. পেনিসটাকে নিয়ন্ত্রণ করুন। একমাত্র নিজের স্ত্রী ছাড়া আর কোথাও তা ব্যবহার করবেন না!
১১. স্ত্রীর সান্নিধ্য ছাড়াই পেনিস শক্ত হয়ে যায় এমন কোনো কাজ যেমন : বেগানা নারীর দিকে তাকানো, অশ্লীল সাহিত্য পড়া, কম্পিউটার বা মোবাইলে পর্নোজাতীয় কিছু দেখা থেকে বিরত থাকুন।
১২. চল্লিশ (৪০) দিনের মধ্য পুরুষাঙ্গের গোড়ার চুল কাটুন। এটি আপনাকে যৌনসম্ভোগের সময় সঙ্গিনীকে বাড়তি সুখ দিতে সাহায্য করবে। এ ছাড়া এই ব্যক্তিগত পরিচ্ছন্নতাও আপনার সঙ্গিনীকে সাচ্ছন্দ্য দেবে।
Comments
Post a Comment