Skip to main content

38.ভোরবেলা যৌন মিলন


বিবাহিত নারী-পুরুষ তাদের ইচ্ছা অনুযায়ী যে-কোন সময়ই মিলিত হতে পারেন তবে আপনি জানেন কি যে ভোরবেলার যৌনমিলনের ক্ষেত্রে রয়েছে বেশকিছু স্বাস্থ্যকর দিক! সকালবেলার যৌনমিলন শরীরের সঙ্গে মনও ভাল রাখে৷ একটি সমীক্ষাতে তথ্য উঠে এসেছে৷ লন্ডনের বেলফাস্টের কুইন্স ইউনিভার্সিটি ওই সমীক্ষাটি পরিচালিত করেছে

সমীক্ষায় জানা গেছে, সপ্তাহে তিনদিন যদি ভোরবেলা যৌন মিলন করা যায়, তাহলে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অর্ধেক কমে যায় আর যদি এটি ঠিকমত করা যায় তাহলে হাইব্লাডপ্রেশারের মতো মারাত্মক রোগ সারাতেও সাহায্য করে৷

আরেকটি বৈজ্ঞানিক পরীক্ষায় জানা গেছে, সপ্তাহে দুদিন যদি ভোরবেলা যৌনমিলন করা যায়, তাহলে শরীরে অ্যান্টিবডি গঠন ত্বরান্বিত হয় সকালের যৌনমিলন আর্থারাইটিস মাইগ্রেনের মতো রোগও সারিয়ে তুলতে কার্যকর ভূমিকা রাখে বলে সমীক্ষাতে জানা গেছে৷

 

এ ছাড়া যারা ডায়াবেটিসের রোগী তাদের পক্ষে সকালের যৌনমিলন অত্যন্ত ফলপ্রদ৷ সকালের আধঘণ্টার যৌনমিলনে ৩০০ ক্যালোরির মতো শক্তির খরচ হয় যেটা ডায়বেটিস কমাতে সাহায্য করে৷

ওই সমীক্ষাটি চালানো হয়েছিল ৩০০ জন মহিলার ওপর যাদের সঙ্গীরা কখনই কনডমের ব্যবহার করে না৷ তারা জানিয়েছে, এর ফলে তাদের মনে কোনো মানসিক অবসাদ নেই৷ ছাড়া দেহের হাড়ের গঠনেও সকালের যৌনমিলন বিশেষ ভূমিকা পালন করে বলে জানা গেছে৷ সকালের এই মানসিক তৃপ্তিটার কারণে চুল চামড়ায় বিশেষ উজ্জ্বলতা আসে কারণ এইসময় ওসট্রোজেন অন্যান্য হরমোনের ক্ষরণ হয় আর তা ভূমিকা রাখে চামড়ার উজ্জ্বলতা বাড়াতে

Comments