Skip to main content

3.সঙ্গিনীকে আপনি কতটা ভালবাসেন?

 

পুরুষদের মধ্যে এটি খুবই সাধারণ একটি প্রশ্ন আর আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি সেই সাধারণ প্রশ্নের অসাধারণ কিছু টিপ্স নিয়ে অনেক সময়ই দেখা যায়, সঙ্গিনী সামনে পেয়ে মিলন বা সহবাসকালে কনফিডেন্স তথা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন কিছু কিছু পুরুষ

এমনকি, যে নারীর কথায় উত্তেজিত হন পুরুষেরা, অনেক সময় দেখা যায় তাঁকে একান্তে পেয়েও হতাশা-দ্বিধায় ভোগেন পুরুষেরা কারণ, প্রথমত তিনি একটা বিষয়ে নিশ্চিত হতে পারেন না, যে তাঁর সঙ্গিনীকে সুখী করতে পারবেন কি-না তবে ঘাবড়াবেন না আপনার কনফিডেন্স বাড়ানোর জন্য নিচে কিছু টিপ্স উপস্থাপন করা হলো

1. আপনার সঙ্গিনী কিন্তু আপনার চেয়েও বেশি কল্পনাপ্রবণ তিনি আপনার সঙ্গে মিলনের আগে বহুবার সে কথা তিনি মনে মনে ভেবে ফেলেছেন আপনার সঙ্গে শয্যায় সে সবের পুনরাবৃত্তি করছেন মাত্র

2. শুধু ফোরপ্লে করে থেমে যাবেন না কারণ, এতে আপনার স্ত্রী বা সঙ্গিনী হতাশ হতে পারেন কাজের চাপ থাকবেই, কিন্তু নিজের সঙ্গিনীকে আপনি কতটা ভালবাসেন তা চেপে রাখবেন কেন?

3. অযথা হতাশ হবেন না দ্বিধায় ভুগবেন না বিদেশি পর্নফিল্মের ক্যারেক্টার নন আপনি যা আপনি দেখেছেন তা প্লিজ ভুলে যান সেগুলোর শতকরা ৮০ ভাগেরও বেশি অভিনয় বাস্তব সম্পূর্ণ আলাদা আপনি একজন পুরুষ আপনার যৌন ক্ষমতাও আর পাঁচটা পুরুষের মতোই সঙ্গিনীকে একান্তে পেলে এটা মাথায় রাখবেন

4. নিজের বাহ্যিক যৌন্দর্যে মন দিন সিনেমায় যতই দেখাক, একগাল খোঁচাখোঁচা দাড়ি দেখে নায়িকারা ছুটে আসছেন, বাস্তবে অনেকসময়ই তা হয় না বিশেষত শয্যায় আপনার স্ত্রী মোটেও পছন্দ করবেন না কোনও গভীর মুহূর্তে আপনার গালের ধারালো দাড়িতে আঘাত পেতে রাতে আগে ব্রাশ করতেও প্লিজ ভুলবেন না যেন সবসময় পরিপাটি থাকার চেষ্টা করবেন

5. রতিক্রিয়ার সময় অন্য কথা মনে আনবেন না কারণ, মুখ হল মনের আয়না আপনার মন অন্য কিছু ভাবছে, এরকমটা হলে আপনার মুখে তা প্রকাশ পাবেই আর এতেই ঘটে যেতে পারে মহাঝামেলা আপনার সঙ্গিনী একমুহূর্তেই আপনাকে ত্যাগ করতে পারে মনে রাখবেন, মেয়েরা আদর-সোহাগের সময় বৈষয়িক জিনিসপত্তর নিয়ে কথা বলা বা চিন্তা করা একদমই পছন্দ করে না!

6. মিলনের প্রাক-মুহূর্তে এমন কিছু করবেন না যা আপনাকে আপনার স্ত্রী বা সঙ্গিনীকে অস্বস্তিতে ফেলে দেয় আপনি সবরকম শৃঙ্গারে অভ্যস্ত না হতেই পারেন সেটা আপনার স্ত্রী-সঙ্গীকে বোঝান তিনি তা নিশ্চয়ই বুঝবেন তার সহযোগিতা চান ভালো মানুষ হলে তিনি নিশ্চয়ই হেল্প করবেন

7. গভীর মুহূর্তে আপনার স্ত্রী হঠাৎ থেমে যেতে পারেন এই আশঙ্কা করবেন না তাহলে কিন্তু আপনি মোটেও স্বাচ্ছন্দ্য হতে পারবেন না আপনি আপনার শতভাগ মনোযোগ আপনার পার্টনারের দিকেই রাখুন এবং সর্বোচ্চতৃপ্তিলাভের আগ পর্যন্ত আপনার লক্ষ্যে অটুট থাকুন!

8. মনে রাখবেন, আপনার স্ত্রী বা সঙ্গিনী অন্য কোনো গ্রহেরপ্রাণীনন তিনিও রক্তমাংসে গড়া মানুষ তাকে গভীর আলিঙ্গন করুন, আদর করুন তাকে সময় দিন, প্রথমেই চূড়ান্ত ধাপে যাওয়ার চেষ্টা কোনোভাবেই করবেন না আপনার সঙ্গিনীই আপনাকে চূড়ান্ত ধাপে যাওয়ার আহ্বান জানাবে সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং মিষ্টি রোমান্টিক কথাবার্তা চালিয়ে যেতে যেতে আদর-শৃঙ্গার করতে থাকুন

9. প্রথমবার মিলনের আগে কোনোভাবেই ভয় পাবেন না মনে রাখবেন, আপনার সঙ্গী/সঙ্গিনিও আপনার মতোই মানসিক অবস্থায় রয়েছেন আবার দু-পক্ষই যেন একে অপরকে বোকা ভাববেন না পুরুষ বা মহিলা-কোনওপক্ষই যেন এটা ভেবে না নেন, যে অপর প্রান্তের মানুষটাকে আমি সহজেই বোকা বানাতে পারি পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে সামনে এগোলে সফল আপনি হবেনই এতে দুজনই সন্তুষ্ট হবেন

Comments