Skip to main content

28.উর্বর সময়


মাসিক ঋতুচক্রের মাঝামাঝি (অর্থাৎ ১৪ দিনের মাথায়) লুটিনাইজিং হরমোন (LH) ক্ষরণের ৩৬-৩৮ ঘণ্টার মধ্যে ডিম্বকোষ (Ovum) নির্গত হয় সময় ডিম্বকোষ যদি ৩৬ ঘণ্টার মধ্যে উপযুক্তসংখ্যক শুক্রকোষ পায় তবে তার একটির সাথে মিলিত হয়ে সন্তান দিতে পারে ডিম্বকোষটি জীবিত থাকে আরও প্রায় ৩৬ ঘণ্টা অর্থাৎ ডিম্বকোষের আয়ু সর্বমোট ৭২ ঘণ্টা বা তিনদিন

অন্যদিকে যৌনমিলনের পর জরায়ু তথা ডিম্বনালীতে প্রবেশের পর শুক্রকোষও (Spermatorza) জীবিত থাকতে পারে সর্বাধিক ৭২ ঘণ্টা তাই ২৮ দিনের মাসিক ঋতুচক্রের মাঝামাঝি মোট প্রায় ১২০ ঘণ্টা ( দিন) হচ্ছে উর্বর সময়, এই সময় যৌনমিলন হলে সন্তানের জন্ম হতে পারে

মোটামুটি মাসিকের ১৪ দিনের মাথায় ডিম্বকোষ হচ্ছে ধরে নিয়ে তার - দিন আগে এবং - দিন পরে হচ্ছে এই উর্বর সময়

তবে যারা সন্তান নিতে চান না, তাদের এটিও জেনে রাখা দরকার যে, এই ডিম্বকোষের নির্গমণের (Ovalution) দিনটি প্রচণ্ডভাবে পাল্টায় তাই এর সঙ্গে আগে-পরে আরও দু-একদিন যোগ করা অবশ্যই উচিত

তবে মাসিক ঋতুচক্রের 7 দিনের আগের 21তম দিনের পরেকার সময়কে মোটামুটি নিরাপদ সময় বলে ধরা যায় এই সময় যৌনমিলন ঘটলে তার থেকে সন্তান ধারণের তথা গর্ভবতী হওয়ার সম্বাবনা থাকে না, কারণ এই সময় ডিম্বকোষ বেরোয়ই না

কিন্তু বিরল হলেও এটি দেখা গেছে যে, মাসিক চক্রের যে-কোনওদিন (তথাকথিত ওই নিরাপদ সময়ের দিনগুলিসহ) মাত্র একবারের যৌনমিলনেও নারী গর্ভবতী হতে পারে অর্থাৎ বিরল ক্ষেত্রের মাসিকচক্রের যে-কোন সময়ই ডিম্বকোষ বেরুতে পারে তাই এই হিসাবে তথাকথিত নিরাপদ সময় বলে কিছু নেই তবে এটি নেহাৎই ব্যতিক্রম

সাধারণভাবে 7 দিনের আগে এবং 21তম দিনের পরের সময়টি নিরাপদ সময় এবং 7-21তম দিনের মধ্যকার সময়টিকে উর্বর সময় হিসাবে ধরা যায়, আর এর মধ্যেও দ্বাদশ থেকে ষোড়শ (মতান্তরে 13 থেকে 17) দিনটি উর্বরতম সময়

 

Comments