Skip to main content

22.যে কারণে দাম্পত্য সম্পর্কটি নষ্ট হয়ে যায়


দাম্পত্যজীবন হলো প্রতিটা পুরুষ এবং নারীর জন্য বহুল প্রত্যাশিত এক জীবন এই জীবন সুন্দর, স্বর্গীয় এবং পূর্ণতা লাভ করে স্বামী-স্ত্রীর দৈহিক মিলনের মাধ্যমে এর জন্য নারী-পুরুষ উভয়েরই প্রত্যক্ষ বা পরোক্ষ অবদান রয়েছে কিন্তু যৌনতা সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকায় পুরুষরা শুরুতেই মারাত্মক কিছু ভুল করে থাকেন যা তাদের বয়ে বেড়াতে হয় বহু দিন যাবৎ

তবে পুরুষদের কিছু রাক্ষুসে মনোভাবের কারণে অনেক সময় দেখা যায় যে দাম্পত্য সম্পর্কটি নষ্ট পর্যন্ত হয়ে যায় এই সমস্যার মূল কারণ হলো, দৈহিক মিলন এবং মেয়েদের যৌন ইচ্ছা-আকাঙ্ক্ষা সম্পর্কে ছেলেদের স্বচ্ছ ধারণার অভাব বিদেশি ভাষায় এসব বিষয়ে অনেক বইপত্র থাকলেও বাংলায় তেমন কিছু নেই বললেই চলে

তাই এই বিষয়ে কিছুটা আলোকপাত করা হলো -



স্ত্রীকে প্রথমে চুম্বন না করা

দৈহিক মিলনের শুরুতেই স্ত্রীর আদরের সাথে চুম্বন না করে যৌনকাতর স্থানগুলোতে চলে গেলে তার ধারণা হতে পারে যে আপনি তাকে প্রকৃত ভালোবাসেন না, শুধুমাত্র দৈহিক চাহিদা মেটাতেই তার কাছে এসেছেন গভীরভাবে ভালোবেসে স্ত্রীকে চুম্বন দেওয়া দুজনের জন্যই প্রকৃতপক্ষে এক অসাধরণ যৌনানন্দময় মিলনের সূচনা করে

প্রথম থেকেই স্ত্রীর বক্ষ নিয়ে মেতে ওঠা

বেশিরভাগ সময়ই দেখা যায় পুরুষরা স্ত্রীর বক্ষ নিয়ে মেতে ওঠে প্রায় সব মেয়েই চূড়ান্ত উত্তেজিত হওয়ার আগে এরকম করলে বেশ ব্যথা পায় তাই প্রথমে নিজের উত্তেজনাকে একটু দমিয়ে রেখে হলেও ধীরে ধীরে অগ্রসর হওয়া উচিত

 

স্ত্রীর দেহের অন্যান্য অঙ্গের দিকে অমনোযোগী

দৈহিক মিলনের সময় পুরুষদের একটা কথা সবসময় মনে রাখতে হবে, মেয়েদের বক্ষসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোই তাদের একমাত্র যৌনকাতর স্থান নয় পুরুষদের মূল যৌনকাতর অঙ্গ তাদের দেহের মাত্র কয়েকটি স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকলেও মেয়েদের প্রায় পুরো দেহই স্পর্শকাতর তাই তার দেহের এমন একটি স্থানও যেন না থাকে যেখানে স্বামীর স্পর্শ যায়নি

 

Comments